ডিজিটাল মনিটরিং ও যৌথ পরিচালনায় বেড়েছে গতি, সন্তুষ্ট ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষ
প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১১:২৮:৪৪
চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্বে চট্টগ্রাম ড্রাইডক, বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং। ১৭ দিনে ১২ শতাংশ প্রবৃদ্ধি, ভাঙল বেসরকারি অপারেটর নির্ভরতার ধারণা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় অপারেটর পরিবর্তনের পর কনটেইনার হ্যান্ডলিংয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে এনসিটি পরিচালনা করে আসছিল দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক। তাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয় ২০২৪ সালের ৬ জুলাই। পরদিন ৭ জুলাই থেকে এনসিটির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনীর মালিকানাধীন প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)। সিডিডিএল সূত্র জানায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পাওয়ার পর টার্মিনালের কার্যক্রমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করে ৭ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত দৈনিক গড়ে ৩,২৫০ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর আগে ১৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত এই গড় ছিল ২,৮৪৫ টিইইউএস। অর্থাৎ, দৈনিক ৪০৫ টিইইউএস বা ১২ দশমিক ১০ শতাংশ হ্যান্ডলিং বেড়েছে।
এ সময়ের মধ্যে সিডিডিএল মোট ৩০টি জাহাজে কনটেইনার লোড ও আনলোড সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর জেটিতে একযোগে চারটি কনটেইনার জাহাজে কাজ চলছে। ২৫ জুলাই টার্মিনাল পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “বেসরকারি অপারেটর ছাড়া বন্দর চলবে না এমন ধারণায় এনসিটি ১৭ বছর ধরে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেছে। কিন্তু মাত্র ১৭ দিনে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। জাহাজের গড় অবস্থানকাল কমেছে ১০ ঘণ্টা, যা বড় ধরনের একটি অর্জন।”
নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, “খুব অল্প নোটিশে দায়িত্ব নিতে হয়েছে, ফলে শুরুর দিকে কিছু চ্যালেঞ্জ ছিল। কিন্তু দিন দিন অপারেশন আরও সহজ হচ্ছে, খুব শিগগিরই কার্যক্রম আরও গতিশীল হবে।” বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, “ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন সাড়ে ৩০০ থেকে ৪০০ কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে, যা অত্যন্ত ইতিবাচক। আমরা আশা করি তারা আরও ভালো করবে।”
বর্তমানে চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল রয়েছে: চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ (জিসিবি), পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। এর মধ্যে এনসিটি সবচেয়ে বড় এবং আধুনিক। ৯৫০ মিটার দীর্ঘ এই টার্মিনালে একসঙ্গে চারটি বড় কনটেইনার জাহাজ ভেড়ানো যায় এবং রয়েছে বিশ্বমানের গ্যান্ট্রি ক্রেন। ২০০৭ সাল থেকে আংশিকভাবে এবং ২০১৫ সাল থেকে পুরোপুরি সাইফ পাওয়ার টেক এনসিটি পরিচালনা করে আসছিল। তারা এখনও চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে। জেনারেল কার্গো বার্থ পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ নিজেই এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটিই), যারা ২২ বছরের জন্য চুক্তিতে টার্মিনাল পরিচালনা করছে।