জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাহীল ফারাবী আয়ান
প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১১:০৮:৩৮
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সাহীল ফারাবী আয়ান (১৪)। সে ওই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, রোববার (২৭ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাহীল মারা যায়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
সাহীলের বাবা মোহাম্মদ আলী মাসুদ জানান, তারা রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করেন। ছেলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় অধিকাংশই শিক্ষার্থীসহ ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত অবস্থায় ৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন। বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সরকার ইতোমধ্যে দুর্ঘটনার তদন্তে একটি কমিশন গঠন করেছে। ওই দুর্ঘটনায় গুরুতর ক্ষতিগ্রস্ত স্কুল ভবনটি এখনো পরিদর্শনে রয়েছে বিভিন্ন সংস্থা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তারা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।