উত্তরায় বিমান দুর্ঘটনায় মৃতের তালিকায় যুক্ত আরও এক শিশু
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে আরও এক শিশু, সাহীল ফারাবী আয়ান (১৪)। রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সে মারা যায়। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। সাহীলের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউট। আহত অবস্থায় এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৮ জন।