খুলনায় যাচ্ছে জামায়াতের শীর্ষ নেতা মঙ্গলবার জমবে রাজনৈতিক উত্তাপ?
খুলনায় আসছেন জামায়াতের শীর্ষ নেতা স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মাঝে বাড়ছে উত্তেজনা। মঙ্গলবার ঘিরে কড়া নজর রাজনৈতিক মহলের।
প্রকাশিত :
২০ জুলাই ২০২৫, ১২:২২:৩৮
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়াতে আগামী মঙ্গলবার (২২ জুলাই) খুলনা সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, "আমিরে জামায়াত আজই (শনিবার) খুলনা যাওয়ার কথা চিন্তা করেছিলেন। কিন্তু রাজধানীতে এক অনুষ্ঠানে শরীর খারাপ হওয়ায় চিকিৎসকের পরামর্শে সফর পিছিয়ে দিতে হয়েছে। এখন তিনি মঙ্গলবার খুলনায় যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।"
পরওয়ার আরও বলেন, "সকালেই তিনি ঢাকার বাসভবন থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেবেন। দাকোপ উপজেলার চরখালী গ্রামের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাবেন। এরপর কবর জিয়ারত শেষে আবার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।"
এর আগে, গত শুক্রবার (১৮ জুলাই) ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন মাওলানা আবু সাঈদ। ভোর ৩টার দিকে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে রয়েল পরিবহনের একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দলীয় সূত্রে জানা গেছে, নিহত মাওলানা আবু সাঈদ ছিলেন দাকোপ উপজেলা জামায়াতের দীর্ঘদিনের দায়িত্বশীল এবং একজন জনপ্রিয় ধর্মীয় বক্তা। তার মৃত্যুতে খুলনাসহ দলের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, “মাওলানা আবু সাঈদের শাহাদাত আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার এই আত্মত্যাগ বৃথা যাবে না। তার পরিবার যেন ধৈর্য ও সাহস নিয়ে এই শোক কাটিয়ে উঠতে পারে, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি।”
জামায়াত নেতাদের দাবি, এবারের জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে বিভিন্ন জেলা থেকে যাত্রাকালে আরও কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে তদন্ত হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামী গত কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক শক্তি প্রদর্শন করছে। তারই অংশ হিসেবে আয়োজিত জাতীয় সমাবেশে অংশ নিতে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে।