খুলনায় মাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার
খুলনা মহানগরীর লবণচরা ট্যাংক রোডের নিজ বাসায় প্রবাসী নারী শিউলী বেগমকে হত্যার ঘটনায় তার ছেলে রিয়াদ খানকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফেনী থানা সদর এলাকায় অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোন ও এয়ারপড জব্দ করা হয়।