দুদকের মামলায় গ্রেফতার দেখিয়ে জামিন নামঞ্জুর, শুনানি শেষে আদালতের আদেশ
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২:১৪:১০
ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা তথ্য দিয়ে রাজউকের ১০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন খায়রুল হককে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করে দুদক। শুনানি চলাকালে আসামিপক্ষ জামিন প্রার্থনা করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শেষ পর্যন্ত আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৬ আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকসহ রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা এবং আরও সাতজনকে আসামি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে খায়রুল হক মিথ্যা তথ্য দিয়ে ও প্রতারণার আশ্রয় নিয়ে রাজউকের ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। বরাদ্দের শর্ত ভঙ্গ করে তিনি নির্ধারিত সময়ের মধ্যে কিস্তির টাকা পরিশোধ না করে অবসরের পাঁচ বছর পর সুদবিহীনভাবে অর্থ জমা দেন। এ কাজে তাকে সহায়তা করেন রাজউকের একাধিক কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ধানমন্ডির একটি বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে কিশোর হত্যাকাণ্ড এবং রায় জালিয়াতির মামলাতেও গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।