 
                            প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩৩:৩৫
যুক্তরাজ্যে এক অদ্ভুত ঘটনা ঘটালো চোরের দল। অর্থ নয়, বরং উপড়ে নিয়ে গেছে পুরো এটিএম। দক্ষিণ পূর্বাঞ্চলের বাকিংহ্যামশায়ারে একটি দোকান থেকে চুরি করা জেসিবি টেলিহ্যান্ডলার ব্যবহার করে এটিএমটি নিয়ে যায় তারা। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মিল্টন কিনেসের ব্রুকল্যান্ডস স্কয়ার এলাকার একটি দোকান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
দুর্বৃত্তরা জেসিবি দিয়ে দোকানের কাচ ভেঙে এটিএমটি তুলে একটি সাদা পিকআপে লোড করে। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। তবে ঘটনাস্থলের সামনেই জেসিবিটি ফেলে রেখে যায় চোরচক্র।
ঘটনার সময় ভিডিও ধারণ করা স্থানীয় বাসিন্দা ক্যারোলিনা অসভিয়েচিমস্কা বলেন, “আমার মেয়ে প্রথমে গাড়ির শব্দ শুনেছিল। কিছুক্ষণ পর চেইনসোর মতো শব্দ আসে। জানালা দিয়ে তাকাতেই দেখি তারা এটিএম টানছে। সে আমাকে ডাকলে আমি ভিডিও করা শুরু করি, আর আমার স্বামী পুলিশে ফোন দেয়। সবকিছু এত দ্রুত হচ্ছিল যে পুরো ঘটনাই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।”
এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে টেমস ভ্যালি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কাছে সহায়তাও চেয়েছে তারা।