 
                            প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৫, ২:০৯:০৯
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পাকিস্তান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। এছাড়া উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং ভূ-পৃষ্ঠ থেকে ২৩৪ কিলোমিটার গভীরে।
আরও জানানো হয়, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, চিত্রাল, সোয়াত, দির ও মালাকান্দে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, বদাখশন প্রদেশের ইশকাশিম সীমান্ত শহর থেকে ৩৪ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৫.১ এবং গভীরতা ছিল ২৪৩.৯ কিলোমিটার।
বার্তা সংস্থা রয়টার্সের দুজন সংবাদদাতা জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলেও প্রবল কম্পন অনুভূত হয়েছে।
এর আগে, গত শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে একই অঞ্চলে ৫.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১২০ কিলোমিটার।