 
                            প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৫, ১২:১৬:০৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো, বিশেষ করে চ্যাটজিপিটির মতো জনপ্রিয় ভাষা মডেল প্রায় অর্ধেক সময়েই ভুল তথ্য দেয় বলে জানিয়েছে ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) ও বিবিসির এক যৌথ গবেষণা।
বুধবার প্রকাশিত ওই সমীক্ষায় মে মাসের শেষ দিক থেকে জুনের প্রথম দিকে ২ হাজার ৭০০টির বেশি প্রশ্ন করা হয় ওপেনএআই’র চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলট ও পারপ্লেক্সিটিকে। এই কার্যক্রমে অংশ নেয় ১৮টি দেশের ২২টি গণমাধ্যম।
গবেষণায় দেখা গেছে, মোট ৪৫ শতাংশ উত্তরে বড় ধরনের ত্রুটি ছিল অন্তত একটি। এর মধ্যে সবচেয়ে বেশি ভুল পাওয়া গেছে তথ্যসূত্রে (৩১ শতাংশ), যেখানে তথ্য ভুলভাবে উদ্ধৃত, যাচাইবিহীন বা সূত্রবিহীন ছিল। পরবর্তী স্থানে ছিল তথ্যগত ভুল (২০ শতাংশ) এবং প্রাসঙ্গিকতার অভাব (১৪ শতাংশ)।
গবেষণায় বলা হয়, সবচেয়ে বেশি সমস্যা দেখা গেছে গুগলের জেমিনি মডেলে। ৭৬ শতাংশ উত্তরের তথ্যসূত্রেই ভুল ছিল।
সব মডেলই মৌলিক তথ্যগত ভুল করেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। পারপ্লেক্সিটি দাবি করেছিল চেকিয়ায় সারোগেসি বেআইনি, আর চ্যাটজিপিটি জানিয়েছিল পোপ ফ্রান্সিস তখনো জীবিত, যদিও তিনি কয়েক মাস আগেই মারা গেছেন।
গবেষণার পর ওপেনএআই, গুগল, মাইক্রোসফট ও পারপ্লেক্সিটি কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেয়নি।
প্রতিবেদনের ভূমিকায় ইবিইউ’র ডেপুটি জেনারেল জ্যঁ ফিলিপ দে টেন্ডার ও বিবিসির এআই প্রধান পিট আর্চার প্রযুক্তি কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘তারা এই বিষয়টিকে অগ্রাধিকার দেয়নি। তবে এখনই তা দিতে হবে। একইসঙ্গে ভাষা ও বাজারভিত্তিক ফলাফল নিয়মিত প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’