 
                            প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৫, ৫:৩৫:০৬
ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ভারতীয় আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। রাজ্যের খোয়াই জেলায় বুধবার সকালে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার দাবি, ভারতের বিদ্যাবিল এলাকার দুই বাসিন্দা সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে তিন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখেন। কেন লুকিয়ে রয়েছেন জানতে চাইলে তারা ধারালো অস্ত্র দিয়ে ভারতীয়দের ওপর হামলা চালান। এতে তারা আহত হন।
পরে ওই দুজন পুরো বিষয়টি গ্রামবসীকে জানান। পরে গ্রামবাসী দলবেঁধে সীমান্তে ছুটে যান এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ছাড়া আহত দুই ভারতীয় বর্তমানে বেহেলাবাড়ি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এরইমধ্যে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো খোয়াই জেলা হাসপাতালে পাঠানো হয়।
ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার অধিকাংশ অংশেই বেড়া দেওয়া আছে, যদিও কিছু জায়গা এখনো অরক্ষিত।