 
                            প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৫, ৫:৩৬:৪৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে নিজের ছবি দেখে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, ছবিটি এমনভাবে দেওয়া হয়েছে, যেন তার চুল ‘গায়েব’ হয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লেখেন, ‘তারা আমার চুল গায়েব করে দিয়েছে, আর মাথার ওপর এমন কিছু বসিয়েছে যা দেখতে ভাসমান মুকুটের মতো—তাও খুব ছোট একটা! সত্যিই অদ্ভুত! আমি নিচ থেকে তোলা ছবি কখনোই পছন্দ করি না, কিন্তু এটা একেবারেই ভয়ংকর ছবি। এটা নিয়ে কথা বলতেই হয়। তারা আসলে কী করছে, আর কেন?’
ট্রাম্প আরও লেখেন, ‘যদিও ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনটি তুলনামূলকভাবে ভালো ছিল, কিন্তু প্রচ্ছদে ব্যবহৃত ছবিটি ছিল ইতিহাসের সবচেয়ে বাজে ছবি।’
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প টাইম ম্যাগাজিন আরেকটি কভারের সমালোচনা করেছিলেন। তখন ম্যাগাজিনটি একটি প্রচ্ছদে ইলন মাস্ককে হোয়াইট হাউসের ওভাল অফিসের রিজলিউট ডেস্কে বসা অবস্থায় দেখায়, যা নিয়ে ট্রাম্প মন্তব্য করেন—‘টাইম ম্যাগাজিন এখনো কি ব্যবসায় আছে? আমি তো জানতামই না।’ তবে তিনি মাস্কের কাজের প্রশংসা করেছিলেন।
টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদের শিরোনাম ‘হিজ ট্রায়াম্ফ’, যা প্রকাশিত হয় এমন সময়ে যখন ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি সফলভাবে বাস্তবায়নের কৃতিত্ব দেওয়া হচ্ছে।
ওই চুক্তির অধীনে সোমবার ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস, আর ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি ও ৩৬০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেয়।
এই কূটনৈতিক সাফল্যের পর ইসরায়েল ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার সমর্থন পুনর্ব্যক্ত করে। ট্রাম্প আগেই দাবি করেছিলেন, তিনি এই পুরস্কার ২০২৫ সালেই পাওয়ার যোগ্য, কারণ তার নেতৃত্বেই নাকি বিশ্বজুড়ে একাধিক যুদ্ধের অবসান ঘটেছে।