 
                            প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৫, ৩:১৪:৩৬
লেবাননের দক্ষিণাঞ্চলীয় আল-মসাইলেহ শহরে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।
এনএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, আল-মসাইলেহ শহরের সড়কে ইসরায়েলি বিমান বাহিনী অন্তত ১০টি হামলা চালিয়েছে। সড়কের ছয়টি বুলডোজারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে একাধিক যানবাহন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় অথবা পুড়ে যায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে আরও এক সিরীয় এবং ছয়জন লেবাননি রয়েছেন, যাদের মধ্যে দুজন নারীও আছেন।
আল-মানার টেলিভিশন চ্যানেল জানায়, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে আল-মসাইলেহ’র সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, শনিবার সকাল থেকেই ইসরায়েলি ড্রোন রাজধানী বৈরুত এবং দক্ষিণাঞ্চলীয় উপশহরের আকাশে উড়তে দেখা গেছে বলে জানিয়েছে এনএনএ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ‘দক্ষিণ লেবাননের যে এলাকায় হিজবুল্লাহ তাদের অবকাঠামো পুনর্গঠনে প্রকৌশল সরঞ্জাম ব্যবহার করছিল, সেখানে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে।’
২০২৩ সালের অক্টোবরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়, যা এক বছরেরও বেশি সময় ধরে চলার পর ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে এই সংঘাত পূর্ণাঙ্গ ইসরায়েলি অভিযানে রূপ নেয়, যাতে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার জন আহত হন।
চুক্তি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা ছিল। তবে এখন পর্যন্ত ইসরায়েল কেবল আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।