জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত ১ দশমিক ৫২ মিলিয়ন ডলার।
 
                            প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৫:০১
মুষলধারে বৃষ্টির পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ ও ফ্লোরেস দ্বীপ। শুক্রবার সরকারি কর্মকর্তারা জানান, এ পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাঁচজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানায়, গত মঙ্গলবার গভীর রাতে প্রবল বর্ষণের পর এই দুর্যোগ শুরু হয়। শুক্রবার নতুন করে বালি দ্বীপে চারজনের মরদেহ পাওয়া যায়। এর আগে বালিতে ১৪ জন ও ফ্লোরেসে পাঁচজনের মৃত্যু নিশ্চিত হয়েছিল।
বিএনপিবি প্রধান সুহারিয়ান্তো জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার, পোশাক, বিছানাসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি অনুমান করেছেন, এ দুর্যোগে অন্তত ১ দশমিক ৫২ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।