মালয়েশিয়ার সহায়তা কামনা রোহিঙ্গা সংকটে, বিনিয়োগ সুযোগের আহ্বান
প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১১:৪৩:৫৯
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, অর্থনীতি পুনরুদ্ধার ও প্রতিষ্ঠান সচল করার পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে, যাতে দেশ স্বাভাবিক পরিবেশে থাকে। মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার তিনি এ কথা জানান।
রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করে ইউনূস বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রস্তুত এবং মালয়েশিয়ার পণ্য বাংলাদেশে উৎপাদন করে বৈশ্বিক বাজারে বিক্রির সুযোগ রয়েছে। মালয়েশিয়াকে ‘সেকেন্ড হোম’ আখ্যা দিয়ে তিনি দেশটিতে কর্মরত বাংলাদেশিদের প্রতি ইতিবাচক মনোভাবের জন্য কৃতজ্ঞতা জানান এবং আরও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আশা প্রকাশ করেন।