৪ মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে; রুশ উপদ্বীপে ক্ষয়ক্ষতি, হাওয়াই, জাপান, মার্কিন পশ্চিম উপকূলে সতর্কতা
প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১:৫১:০৮
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে বুধবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৮.৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপদ্বীপের পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পনের ফলে কামচাটকার উপকূলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছে।
উপদ্বীপের গভর্নর ভ্লাদিমির সোলোদভ বলেন, “গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।” ক্ষয়ক্ষতির মধ্যে সেভেরো-কুরিলস্কের একটি মাছ প্রক্রিয়াকরণ কারখানা, বন্দর ও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ গুরুতর আহত না হলেও কয়েকজন চিকিৎসা নিয়েছেন।
ভূমিকম্পের পর আফটারশকও হয়েছে ৬.৯ মাত্রার। রাশিয়ার ‘রিং অব ফায়ার’ অঞ্চল হিসেবে পরিচিত কামচাটকায় ১৯৫২ সালের পর এত শক্তিশালী ভূমিকম্প হয়নি বলে জানিয়েছেন রুশ ভূবিজ্ঞানীরা।
জাপান, হাওয়াই ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি হয়েছে। জাপানে তিন মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় উপকূলজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকেও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
হাওয়াইয়ের জরুরি বিভাগ সতর্ক করেছে, ধ্বংসাত্মক সুনামি আঘাত হানতে পারে। বাসিন্দাদের চারতলার ওপরে আশ্রয় নিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক বার্তা দিয়ে বলেছেন, “সুনামি হাওয়াই ও মার্কিন পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে।”
রুশ জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে, তবে আফটারশক অব্যাহত রয়েছে।