বর্ষা শুরুতেই বিপর্যয়; বন্যা-ভূমিধসে মৃত্যু বাড়ছে, সামনে আরও ঝুঁকি
প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ২:১১:০৯
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বহু বছর ধরে প্রশংসিত হয়ে আসছে। তৈরি পোশাক রপ্তানি, প্রবাসী আয়, দারিদ্র্য হ্রাস, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে সাফল্যের কারণে আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান সুদৃঢ় হয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের তথ্য বলছে, অর্থনীতির অভ্যন্তরে জমে থাকা সংকট এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ফিনডেক্স ২০২৫’ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে— দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে উদ্বেগজনক পতন হয়েছে। যা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আর্থিক অন্তর্ভুক্তির হার কমেছে ১০ শতাংশ পয়েন্ট
পাকিস্তানে বর্ষা মৌসুম শুরুতেই টানা বৃষ্টিপাত ও বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৮০ জনের মৃত্যু এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিন্ধু প্রদেশে ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বর্ষা মৌসুম গত বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে এবং আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সিন্ধু ও পাঞ্জাবে উচ্চ সতর্কতা
ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) সিন্ধুর নিম্নাঞ্চলে নগর প্লাবনের সতর্কতা জারি করেছে। তারা বাসিন্দাদের প্রবল বৃষ্টির সময় ঘরের ভিতরে থাকার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাঞ্জাব প্রদেশে বর্ষার শুরু থেকে এবার পর্যন্ত চার দফায় সতর্কতা জারি করা হয়েছে। ২০ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত পাঞ্জাবের অধিকাংশ জেলায় ঝড়ো হাওয়া, ধুলিঝড় ও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পিডিএমএ ২২ জুলাই থেকে পাঞ্জাবের প্রধান নদী ও নিচু এলাকাগুলোতে প্লাবনের উচ্চ সতর্কতা জারি করেছে।
পাহাড়ি এলাকা ও হিমবাহ গলনের আশঙ্কা
খাইবার পাখতুনখাওয়ায় বর্ষা ও হিমবাহ গলনের ফলে হঠাৎ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এনডিএমএ পাহাড়ি ও উচ্চভূমি এলাকার পরিবহন ব্যাহত হওয়ার সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছে। ইসলামাবাদ ও মধ্য পাঞ্জাবে ২৪ জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
রাওয়াল ড্যামের পানি সীমায়, স্পিলওয়ে খোলার ঘোষণা
টানা বৃষ্টির ফলে রাজধানীর রাওয়াল ড্যামের পানি স্তর ১,৭৪৮ ফুটে পৌঁছেছে, যা পূর্ণক্ষমতা হিসেবে বিবেচিত। শনিবার সকালে কর্তৃপক্ষ স্পিলওয়ে খুলে পানি স্তর কমানোর ঘোষণা দিয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্যায় বিপর্যয়: মৃত, আহত ও বাড়ি-ঘর ধ্বংস
পাঞ্জাবে ২৫ জুন থেকে বন্যা-সম্পর্কিত ঘটনায় ১,৫৯৪ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪৪৯ জন গুরুতর আহত এবং ১১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিহতের বেশিরভাগ ঘটনা জরাজীর্ণ ভবন ধসের কারণে ঘটেছে।
তবে, ২৫ জুন থেকে এ পর্যন্ত মোট ৩৬৯টি ভবন ধসে পড়ে, ২৩টি বিদ্যুৎস্পৃষ্ট ঘটনা এবং ৬২টি বৃষ্টিজনিত দুর্ঘটনার মতো জরুরি অবস্থা রিপোর্ট করা হয়েছে।
পুনর্গঠন ও ক্ষতিপূরণ ঘোষণা
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি শনিবার চাকওয়াল সফরে গিয়ে নিহতদের পরিবারের জন্য ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাত ও দুর্যোগের ঝুঁকির পেছনে জলবায়ু পরিবর্তন এবং হিমবাহ গলনের প্রভাবকে দায়ী করেন।