১০ হাজার কোটি টাকা ব্যয় হলেও জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়নি চট্টগ্রামে
প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের চারটি প্রকল্প চলমান থাকলেও গতকাল মাত্র ১০২ মিলিমিটার বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। অথচ এর আগে প্রায় দ্বিগুণ বৃষ্টিতেও এমন জলাবদ্ধতা হয়নি। খাল-নালা অপরিচ্ছন্ন থাকা, প্রকল্পের ত্রুটি এবং পাহাড় কাটার ফলে মাটি ও আবর্জনায় খাল ভরাট হওয়ার দায়ে পড়ে আবারও দুর্ভোগে নগরবাসী। গত আট বছরে ৩৪টি সভা হলেও বাস্তবায়ন হয়নি অধিকাংশ সিদ্ধান্ত।