একটানা বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী, থমকে গেছে যানচলাচল ও জনজীবন
প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ২:৪০:৩৫
চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়, যা দুপুরের পর টানা বৃষ্টিতে রূপ নেয়। এতে বন্দরনগরীর বহদ্দারহাট, আগ্রাবাদ, বাকলিয়া, খুলশী, চান্দগাঁও, হালিশহরসহ বেশ কয়েকটি এলাকাজুড়ে গলি-সড়কে হাঁটুপানি জমে যায়।
পানি জমে যাওয়ার কারণে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। অনেক অফিসগামী ও শিক্ষার্থীদের হাঁটুসমান পানি মাড়িয়ে যেতে হয়েছে নিজ নিজ গন্তব্যে। বিভিন্ন স্থানে যানজট দেখা গেছে, পাশাপাশি রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলেও এসেছে বিঘ্ন।
জলাবদ্ধ রাস্তায় দুর্ভোগে নগরবাসী
স্থানীয় বাসিন্দা হাসিনা আক্তার বলেন, “বৃষ্টির একটু ধারাই হলেই আমাদের রাস্তায় পানি জমে যায়। সকালে ছেলেকে স্কুলে পৌঁছাতে গিয়ে হাঁটু পানি পেরিয়ে যেতে হয়েছে। আমরা প্রতিদিন এমন সমস্যায় পড়ি।” চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। কয়েকটি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের কাজ চলমান থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
বন্দরের কাজেও প্রভাব
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের কিছু এলাকায় আংশিক জলাবদ্ধতা দেখা দিয়েছে। যদিও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।