রেমিট্যান্স-রফতানির জোয়ারে ডলারের সরবরাহ স্বাভাবিক, তবু আমদানি- বিনিয়োগে স্থবিরতা
বাংলাদেশে দীর্ঘদিনের ডলার সংকট কাটতে শুরু করেছে। রেমিট্যান্স ও রফতানির রেকর্ড প্রবাহে বাজারে ডলার সরবরাহ বেড়েছে, এমনকি বাংলাদেশ ব্যাংক বিক্রির পরিবর্তে কিনছে। তবে আমদানি ঋণপত্র (এলসি) খোলার নিম্নগতি, উদ্যোক্তাদের অনাগ্রহ এবং রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগ ও শিল্প উৎপাদনকে স্থবির করে রেখেছে। অর্থনীতিবিদরা বলছেন, সংকট আপাতত কমলেও টেকসই সমাধান আসেনি।