১,৬০০ কোটি পাসওয়ার্ড হ্যাকারদের হাতে, সতর্ক করল গুগল ও এফবিআই
প্রকাশিত : ২৩ জুন ২০২৫, ২:৩৭:৫৪
বিশ্ব এখন কাঁপছে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার তথ্য ফাঁসের ঘটনায়। গুগল, অ্যাপল, ফেসবুক, টেলিগ্রাম এমনকি সরকারি সাইটসহ হাজারো অনলাইন প্ল্যাটফর্মের প্রায় ১,৬০০ কোটি পাসওয়ার্ড ও লগইন তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এবং প্রযুক্তি জায়ান্ট গুগল ইতোমধ্যেই ব্যবহারকারীদের সতর্ক করে পাসওয়ার্ড পরিবর্তন ও সন্দেহজনক লিংকে ক্লিক না করার আহ্বান জানিয়েছে।
ফোর্বস ও ইন্ডিপেনডেন্টে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবারনিউজ নামের গবেষণা প্রতিষ্ঠান বিষয়টি প্রথম শনাক্ত করে। তাদের মতে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ৩০টি আলাদা ডেটাসেট, যার প্রত্যেকটিতে কয়েক কোটি থেকে কয়েকশ কোটি ব্যবহারকারীর তথ্য। গবেষকরা এটিকে "তথ্য চুরির জন্য একটি ব্লুপ্রিন্ট" হিসেবে বর্ণনা করেছেন।
সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এই পাসওয়ার্ড ও ইউজারনেমগুলো পুরোনো নয়, বরং একেবারে নতুন ও অ্যাক্টিভ। এগুলোর মাধ্যমে সরাসরি বিভিন্ন অনলাইন সেবা, সামাজিক যোগাযোগ মাধ্যম, সরকারি ওয়েবসাইট, এমনকি ক্লাউড প্ল্যাটফর্মেও অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে হ্যাকাররা।
গবেষকরা বলছেন, এই তথ্য ফাঁস কোনও একক ঘটনার ফল নয়, বরং "ইনফোস্টিলার ম্যালওয়্যার" নামের ভয়ংকর সফটওয়্যার দিয়ে বিভিন্ন সময় সংগঠিত হয়েছে। যদিও তথ্যগুলো স্বল্প সময়ের জন্যই ইন্টারনেটে দৃশ্যমান ছিল, এরপর দ্রুত মুছে ফেলা হয়। ফলে মূল উৎস শনাক্ত করা সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের পরামর্শ:
এখনই আপনার গুরুত্বপূর্ণ সব অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলান
টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন
কোনও অজানা বা সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না
নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন
বিশ্বজুড়ে এই তথ্য ফাঁসের ঘটনায় ব্যক্তিগত নিরাপত্তা, অর্থনৈতিক লেনদেন এবং সরকারি নেটওয়ার্কের ঝুঁকি বেড়ে গেছে বহু গুণ। এটিকে এক ‘সাইবার আতঙ্কের নতুন অধ্যায়’ হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।