সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, শ্রীলঙ্কার দাপুটে জয় ২-১ ব্যবধানে
প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১১:৫৫:১৯
ক্যান্ডিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফয়সালার মঞ্চে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ফলে ৯৯ রানে পরাজিত হয়ে ২-১ ব্যবধানে সিরিজটিও খুইয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে ব্যাট হাতে নেমে শ্রীলঙ্কা তুলে ফেলে ৭ উইকেটে ২৮৫ রানের লড়াকু স্কোর। জবাবে ইনিংসের সূচনাতেই ধাক্কা খায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১৩ বলে ১৭ রান করে ইনসুইঙ্গিং ইয়র্কারে স্টাম্প হারান। শান্তের ব্যাটিংয়ের করুণ অবস্থা আরও স্পষ্ট হয়ে ওঠে – মাত্র ০ রান করে বোল্ড হন চামিরার বলে। নেতৃত্ব হারানোর পর তার পারফরম্যান্স শূন্যে এসে ঠেকেছে।
পারভেজ ইমন ৪৪ বলে সংগ্রামী ২৮ রানে থামেন, যেটি দলের রানের চেয়ে বলেই বেশি অবদান রাখে। মেহেদী হাসান মিরাজ কিছুটা আগ্রাসী ব্যাটিং করলেও ২৫ বলে ২৮ রানে থেমে যান। মিডল অর্ডারেও একই চিত্র শামীম পাটোয়ারি ১৮ বলে ১২ রানে হাসারাঙ্গার বলে স্টাম্পড হয়ে ফেরেন।
একমাত্র উজ্জ্বলতা ছিলেন তাওহীদ হৃদয়। ৭৮ বল খেলে একটি ধীর হাফসেঞ্চুরি (৫১) করেন। কিন্তু রানরেটের চাপ ও সঙ্গীর অভাবে তার ইনিংস কোনো ফল বয়ে আনতে পারেনি। শেষ দিকে জাকের আলী ২৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট হয়নি। পুরো দলই গুটিয়ে যায় ১৮৬ রানে।
এই ম্যাচ হারের মধ্য দিয়ে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা।
বাংলাদেশের জন্য এখন সামনে টি-টোয়েন্টি সিরিজ, যেটি শুরু হবে ১০ জুলাই।