একপর্যায়ে জয় নিশ্চিত মনে হলেও হঠাৎ ব্যাটিং ধসে ৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। হতবাক ক্রিকেটবিশ্ব।
 
                            প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ৬:১১:১৪
২৪৫ রানের লক্ষ্য তাড়ায় ১ উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমনের উদ্বোধনী জুটি এবং এরপর শান্ত-তামিমের ধৈর্যশীল ব্যাটিংয়ে জয় মনে হচ্ছিল সময়ের অপেক্ষা মাত্র। ১৭তম ওভারে দলীয় স্কোর ছিল ১০০, তখনও হাতে ৯ উইকেট। কিন্তু এরপর ঘটে এক ভয়াবহ ব্যাটিং ধস। ১০০ থেকে ১০৫ মাত্র পাঁচ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন আরও ৬ ব্যাটার। বাংলাদেশের ৬ উইকেট পড়ে মাত্র ২০ বলের ব্যবধানে। শেষ পর্যন্ত ৩৫.৫ ওভারে ১৬৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। শ্রীলঙ্কা জিতে নেয় ম্যাচটি ৭৭ রানের বিশাল ব্যবধানে। এর আগে, কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ২৪৪ রান করে অলআউট হয়। চারিথ আসালঙ্কা ১১৭ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। এছাড়া কুশল মেন্ডিস করেন ৪৫ এবং লিয়ানাগে ৪২ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৯ ওভারে ৬৩ রান দিয়ে নেন ৪ উইকেট, তানজিম সাকিব ৮.২ ওভারে ৪৬ রানে শিকার করেন ৩টি উইকেট। বাকিদের মধ্যে শান্ত ও তানভীর ইসলাম নেন একটি করে উইকেট।
ব্যাটিংয়ে বাংলাদেশের পরিসংখ্যান ছিল হতাশাজনক। ১০৫ রানে ৭ উইকেট হারানোর পর জাকের আলি অনিক একাই কিছুটা লড়াই চালিয়ে যান। ৫২ বলে ৫৪ রান করেন তিনি, ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন নাজমুল হোসেন শান্ত ২৩ রান। বাকিদের মধ্যে কেউই ১৫-এর গণ্ডি পেরোতে পারেননি। লিটন দাস, মিরাজ ও তাসকিন ফিরেছেন "ডাক" মেরে। পুরো ইনিংসে বাংলাদেশ মাত্র ১১টি চারের সাহায্যে এই রান সংগ্রহ করে, যেখানে শ্রীলঙ্কা মেরেছিল ১৮টি চার ও ৩টি ছক্কা।
এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং গড় ছিল মাত্র ১৬.৭ রান, এবং সর্বোচ্চ জুটি ছিল শান্ত-তামিমের ৭১ রানের দ্বিতীয় উইকেট পার্টনারশিপ। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন দুশমন্থ চামিরা, যিনি ৭ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া থিকশানা, হাসারাঙ্গা, থিসারা ও দিলশান মাদুশঙ্কা প্রত্যেকে একটি করে উইকেট ভাগ করে নেন।
এই পরাজয়ে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে গেল। পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে শুধু ব্যাটিং লাইনআপ নয়, পুরো দলকেই মানসিকভাবে আরও দৃঢ় হয়ে ফিরতে হবে। অন্যথায় সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কা থেকেই যাবে।
সংক্ষিপ্ত পরিসংখ্যান:
বাংলাদেশ: ১৬৭ (৩৫.৫ ওভার)
জাকের আলি: ৫৪ (৫২ বল)
বাংলাদেশ ৫ রানে হারিয়েছে ৭ উইকেট
শ্রীলঙ্কা: ২৪৪ (৪৯.২ ওভার)
আসালঙ্কা: ১০৬ (১১৭ বল)
তাসকিন আহমেদ: ৪/৬৩
ম্যান অব দ্য ম্যাচ: চারিথ আসালঙ্কা