ওতামেন্ডির বহিষ্কার ও পেনাল্টি থেকে হজম করা গোলে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ল বিশ্বচ্যাম্পিয়নরা
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১:৪২:১৮
বিশ্বকাপ বাছাইপর্বের শেষটায় হতাশাজনক অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলের হারের পাশাপাশি লাল কার্ড দেখে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি।
লিওনেল মেসির অনুপস্থিতিতে বিকল্প লাইনআপ নামিয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। শুরু থেকেই ম্যাচে চাপ ধরে রাখে ইকুয়েডর। গোলরক্ষক এমি মার্টিনেজ কয়েকটি চমৎকার সেভে দলকে রক্ষা করলেও ৩১ মিনিটে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ওতামেন্ডি। এ কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি এরিয়ায় নিকোলাস তাগলিয়াফিকোর হাত ইকুয়েডরের এক খেলোয়াড়ের মুখে লাগলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন এনার ভ্যালেন্সিয়া। বিরতির পর ইকুয়েডরের কাইসেদোও লাল কার্ড দেখলেও স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি।
দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুনো, নাহুয়েল মলিনা ও জিওভানি লো সেলসোকে নামালেও গোল শোধ করতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত একমাত্র গোলেই জয় নিশ্চিত করে ইকুয়েডর।
১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুনো মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে চড়ালেও তেমন কোনো প্রভাব রাখতে পারেননি।
তবে ইতোমধ্যেই মূল পর্ব নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনার জন্য বড় ক্ষতির শঙ্কা নেই। দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া ও প্যারাগুয়ে।