প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড, মারক্রামের ঝড়ে দাপুটে জয় প্রোটিয়াদের
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৬:৩৪
ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারের তিক্ত স্বাদ পেলো ইংল্যান্ড। হেডিংলিতে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এরপর মারক্রামের ব্যাটিং ঝড়ে ২০.৫ ওভারে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতে ভালো অবস্থানে ছিল ২ উইকেটে ৮২ রান। তবে অধিনায়ক হ্যারি ব্রুক রানআউট হন ১২ রানে এবং ওপেনার জেমি স্মিথ ৪৮ বলে ৫৪ রান করে বিদায় নিলে ধস নামে ইনিংসে। মাত্র ৭.১ ওভারে পড়ে যায় শেষ সাত উইকেট।
দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ অসাধারণ বোলিং করেন। তিনি মাত্র ২২ রানে নেন ৪ উইকেট এবং হন ম্যাচসেরা। ভিয়ান মুল্ডারও সহায়তা করেন ৩৩ রানে ৩ উইকেট নিয়ে।
জবাবে ওপেনিং জুটিতে ১২১ রান যোগ করেন এডেন মারক্রাম ও রায়ান রিকেলটন। মারক্রাম ৫৫ বলে ৮৬ রান করেন, যেখানে ছিল ১৩টি চার ও ২টি ছক্কা। পরে দ্রুত কয়েকটি উইকেট গেলেও ডেওয়াল্ড ব্রেভিস ছক্কা মেরে জয় নিশ্চিত করেন। রিকেলটন অপরাজিত থাকেন ৫৯ বলে ৩১ রানে।
ইংল্যান্ডের তরুণ পেসার সনি বেকারের অভিষেক ছিল হতাশাজনক। তিনি ৭ ওভারে খরচ করেন ৭৬ রান, যা তাকে দলের সবচেয়ে ব্যয়বহুল বোলারে পরিণত করে। একমাত্র উজ্জ্বল দিক ছিলেন আদিল রশিদ, যিনি ২৬ রানে নেন ৩ উইকেট।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।