নতুন চ্যালেঞ্জে নেমে প্রতিদ্বন্দ্বিতা, দর্শকের চোখ থাকবে প্রতিটি মুহূর্তে
 
                            প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ৭:১৫:৫০
সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দলে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও মাহিদুল ইসলাম অঙ্কন। পেস বোলিংয়ে দায়িত্বে আছেন রিপন মন্ডল ও মুশফিক হাসান, স্পিনে খেলবেন রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি। অনেকে এখনও আন্তর্জাতিক মঞ্চে সুযোগ না পেলেও ঘরোয়া লিগ ও বয়সভিত্তিক ক্রিকেটে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন।
ডারউইনের আবহাওয়া ও উইকেট বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সম্পূর্ণ নতুন। সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্থানীয় দল ডিআইএক্সআইকে ৩৭ রানে হারিয়ে দল পেয়েছে কন্ডিশনের আগাম ধারণা। কোচ মিজানুর রহমান বাবুল বলেন, বাতাসের প্রবাহ ও উইকেটের আচরণ বোঝাই ছিল প্রস্তুতির সবচেয়ে বড় সুফল। বোলারদের লাইন-লেংথ ঠিক করার পাশাপাশি ব্যাটারদের বড় মাঠে শট খেলার কৌশলও শিখতে হয়েছে।
প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করে বাংলাদেশ ‘এ’ দল ১৮১ রান সংগ্রহ করেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে উইকেট রানপ্রসবা। সোহানের অভিজ্ঞ নেতৃত্বও দলের জন্য বাড়তি শক্তি, যিনি বিপিএল, এনসিএল ও ডিপিএলে সফলভাবে দল পরিচালনা করেছেন। দলের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান, যেখানে আছেন অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের মিশ্রণ। অধিনায়ক মোহাম্মদ ইরফান খান, আহমেদ দানিয়াল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রদের সঙ্গে খেলবেন খাজা নাফে, উবাইদ শাহ ও ফয়সাল আকরাম।
পাকিস্তান ম্যাচের পর ১৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল খেলবে নেপালের বিপক্ষে, ১৭ আগস্ট পার্থ স্কর্চার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স এবং ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে।