দুই অ্যাসিস্টে ম্যাচের মোড় ঘুরিয়েছেন লিওনেল মেসি
প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ২:০০:৩৭
নিষেধাজ্ঞার কারণে আগের ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। ম্যাচ মিস করায় ছিল তার তীব্র ক্ষোভ, যা ফিরে এসে যেন উগরে দিলেন মাঠে। দুই জাদুকরী অ্যাসিস্টে নিশ্চিত করেছেন দলের ২-১ ব্যবধানে নাটকীয় জয়।
বৃহস্পতিবার সকালে মেজর লিগ সকারের লিগস কাপ ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল মেক্সিকোর অ্যাটলাস এফসি। শুরু থেকে শেষ পর্যন্ত জমজমাট লড়াইয়ে ম্যাচের ফল নির্ধারিত হয় যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে, যেখানে মেসির পাস থেকে জয়সূচক গোল করেন মার্সেলো ভেইগান্ট।
গোল ও ম্যাচ বিশ্লেষণ:
ম্যাচের প্রথম গোলটি আসে ৫৭ মিনিটে। মেসির বানিয়ে দেওয়া দুর্দান্ত পাস থেকে তেলাসকো সেগোভিয়া মায়ামিকে এগিয়ে দেন। এর আগে সের্হিও বুসকেৎজের থ্রু বল থেকে মেসি বল পেয়ে সেটআপ করেন এই গোল।
তবে ৮০ মিনিটে লুজ বল পেয়ে রিভালদো লোজানো গোল করে অ্যাটলাসকে সমতায় ফেরান। কিন্তু মেসি চুপ থাকার পাত্র নন। ম্যাচের শেষ ভাগে বক্সে দারুণ এক বল বাড়িয়ে দেন ভেইগান্টের দিকে, যিনি মেসির পাস পেয়ে জয়সূচক গোল করেন।
প্রথমে অফসাইডের ইঙ্গিত দিলেও VAR রিভিউ শেষে গোলের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে বুনো উল্লাস।
মেসির প্রভাব ও পারফরম্যান্স:
এই ম্যাচসহ জুলাইয়ে মেসির গোল সংখ্যা দাঁড়াল ৮টিতে। পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করে তিনি জিতে নিয়েছেন ‘প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাব। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে নিজেকে নতুনভাবে প্রমাণ করলেন তিনি।
রদ্রিগো দে পলের অভিষেক:
এই ম্যাচে মায়ামির হয়ে প্রথমবার মাঠে নামেন আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পল। তার ডেবিউ মেসির সঙ্গে রসায়ন জমিয়ে তুলতে পারে ভবিষ্যতের ম্যাচগুলোতে।