নিউ ইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি, লিগে আবারও শীর্ষ গোলদাতা লিওনেল মেসি
প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১০:৩১:৪২
এক ম্যাচ বিরতির পর আবারও নিজের পরিচিত জাদুতে ফিরেছেন লিওনেল মেসি। এমএলএসে (মেজর লিগ সকার) নিজের দল ইন্টার মায়ামির হয়ে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আর্জেন্টাইন তারকা। ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি একটিতে অ্যাসিস্ট করে দলের ৫-১ গোলের বিশাল জয়ে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান।
বাংলাদেশ সময় রোববার সকালে নিউ ইয়র্ক রেড বুলসের মাঠে খেলতে নামে ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। ১৪ মিনিটে কর্নার থেকে আসা বলে ডিফেন্ডারকে পরাস্ত করে গোল করেন নিউ ইয়র্কের আলেকজান্ডার হ্যাক।
তবে এরপরই ম্যাচে দারুণভাবে ফিরে আসে মায়ামি। ২৪ মিনিটে লিওনেল মেসির অসাধারণ পাসে গোল করে সমতা ফেরান জর্দি আলবা। এরপর তিন মিনিট পর আবারও আলবার পাস ধরে গোল করেন তেলাস্কো সেগোভিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন সেগোভিয়া, ব্যবধান দাঁড়ায় ৩-১।
বিরতির পর ৬০ মিনিটে নিজের প্রথম গোলটি করেন লিওনেল মেসি। সের্হিও বুসকেতসের লং বল ধরে ড্রিবল করে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান আর্জেন্টাইন মহাতারকা।
৭৫তম মিনিটে লুইস সুয়ারেসের পাস ধরে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে আসা ক্রস বুক দিয়ে নামিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের শটে গোল করেন তিনি। এ গোলের মাধ্যমে এবারের লিগে ১৮ ম্যাচে ১৮ গোল পূর্ণ করলেন মেসি।
এই গোলসংখ্যা নিয়ে মেসি এখন এমএলএসের শীর্ষ গোলদাতাদের তালিকায় সবার উপরে। সমান ১৮ গোল রয়েছে ন্যাশভিলের ফরোয়ার্ড স্যাম সারিজেরও।
বড় এই জয়ের ফলে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। যদিও তাদের চেয়ে তিন ম্যাচ বেশি খেলে ৪৮ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে রয়েছে সিনসিনাটি।