সিরিজ নির্ধারণী আজকের ম্যাচে দারুণ উত্তেজনা; বাংলাদেশের জন্য এটি ইতিহাস সৃষ্টি, প্রথমবার শ্রীলঙ্কা সফরে টি‑টোয়েন্টি সিরিজ জয় করার সুযোগ। রান তাড়া ও বান্ধব পিচ, আর দলের দৃঢ় মনোসংযোগ এই ম্যাচে জয় পেতে দুই দলেরই ঝাঁপিয়ে পড়ার সময়।
প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ৪:৩২:৫১
ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ: আজ সিরিজ নির্ধারণী লড়াই শ্রীলঙ্কার বিপক্ষে
ডাম্বুলার জয় এনে দিয়েছে আত্মবিশ্বাস, কলম্বোতে ইতিহাস গড়তে চায় টাইগাররা
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের হতাশা ভুলে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজে ১-১ সমতা ফেরানোর পর আজ কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
এই ম্যাচ জিতলেই টাইগারদের সামনে খুলে যাবে নতুন এক ইতিহাসের দরজা শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় এবং দীর্ঘদিনের সিরিজ হারের বৃত্ত ভাঙার দুর্দান্ত সুযোগ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় এনে দেওয়া দলটি আজও অপরিবর্তিত রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে একটি জায়গায় রয়েছে অনিশ্চয়তা। গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি অসুস্থতার কারণে মঙ্গলবার অনুশীলনে ছিলেন না। তিনি না খেললে তার জায়গায় একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈম শেখকে।
পিছনের পারফরম্যান্স ও বাস্তবতা:
সম্প্রতি বাংলাদেশ সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো সময় কাটাচ্ছে না। শেষ সাত ম্যাচে তারা জিতেছে মাত্র একটি। তবে গত বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার পর আশা জাগিয়েছিল টাইগাররা। কিন্তু এরপর সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হার এবং পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এ দুটি পরাজয় টাইগারদের বাস্তবতায় ফিরিয়ে আনে।
বাংলাদেশের রেকর্ড শ্রীলঙ্কায়:
শ্রীলঙ্কার মাটিতে টাইগারদের রেকর্ড কিছুটা স্বস্তির। এখন পর্যন্ত শ্রীলঙ্কায় খেলা সাতটি টি-টোয়েন্টির চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ, লঙ্কানদের জয় দুটি। সব মিলিয়ে দুই দলের ১৯টি মুখোমুখি টি-টোয়েন্টি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৭টিতে, শ্রীলঙ্কা ১২টিতে।
ম্যাচের তথ্য:
স্থান: প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
সময়: সন্ধ্যা ৭:৩০ (বাংলাদেশ সময়)
সম্প্রচার: সনি স্পোর্টস ও SonyLIV
সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন/মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব।