লিটন দাসের ব্যাটিং ঝলক ও বোলারদের দাপটে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ
প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১২:৫৫:০৩
দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলেই সিরিজে ফিরেছে বাংলাদেশ। ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়েছে লাল-সবুজের দল। এর ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরেছে।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। ব্যাট হাতে সবচেয়ে বেশি আলো ছড়ান লিটন দাস, যিনি ৫০ বলে করেন ৭৬ রান। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কার মার। তাঁকে দারুণভাবে সঙ্গ দেন শামীম হোসেন, যিনি ২৭ বলে করেন ৪৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ১৫.২ ওভারেই ৯৪ রানে গুটিয়ে যায় তারা। বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, যিনি ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। পাশাপাশি শরিফুল ইসলাম ২ উইকেট নিয়ে বড় অবদান রাখেন।
এই জয়ে সিরিজে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই, কলম্বোতে।