প্রয়াত হলেন আলোকচিত্রী ও সাংবাদিকতা জগতের প্রিয় মুখ চঞ্চল মাহমুদ। সাংবাদিকতা, রাজনীতি, সংস্কৃতি সবখানেই তাঁর লেন্স ছিল সাক্ষী।
প্রকাশিত : ২২ জুন ২০২৫, ২:০২:২৭
বাংলাদেশের সাংবাদিকতা ও আলোকচিত্র সাংবাদিকতার জগতে এক বিশাল শূন্যতা তৈরি করে প্রয়াত হলেন বর্ষীয়ান ফটো সাংবাদিক চঞ্চল মাহমুদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার পরিবার ও সহকর্মীরা।
চঞ্চল মাহমুদ শুধু একজন আলোকচিত্রীই ছিলেন না, তিনি ছিলেন চলমান ইতিহাসের প্রত্যক্ষদর্শী। তাঁর তোলা অসংখ্য ছবিতে ফুটে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক ওঠাপড়া, নির্বাচন, আন্দোলন, সংস্কৃতির বিবর্তন এবং সাধারণ মানুষের জীবনসংগ্রাম। তিনি দেশের বহু খ্যাতনামা সংবাদপত্রে কাজ করেছেন, সর্বশেষ সময় কাটিয়েছেন অনলাইন নিউজমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’-এ।
তাঁর সহকর্মীরা জানান, “চঞ্চল ভাই ছিলেন একজন মৃদুভাষী, সংবেদনশীল এবং সাহসী সাংবাদিক। তাঁর ক্যামেরা কখনো পিছু হটেনি।” রাজনীতি থেকে শুরু করে বন্যা, দুর্যোগ সবখানেই তিনি ছিলেন নীরব সৈনিকের মতো।
চঞ্চল মাহমুদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় প্রেস ক্লাবসহ বহু সংগঠন শোক প্রকাশ করেছে।
তাঁর জানাজা শুক্রবার বাদ জুমা ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
সাংবাদিকতা জগতের শোক