রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিকভাবে ডুবে মারা গেছেন
 
                            প্রকাশিত : ১৬ জুন ২০২৫, ৮:৩৪:০৫
ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে গিয়ে ডুবে গেলেন শিক্ষার্থী
রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিকভাবে ডুবে মারা গেছেন এক শিক্ষার্থী। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বন্ধুদের সঙ্গে সাঁতার শেখার সময় হঠাৎ পানিতে ডুবে যান তিনি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল এসে দীর্ঘ উদ্ধার তৎপরতার পর তার নিথর দেহ উদ্ধার করে।
দুর্ঘটনার পর কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানান, সাঁতার শেখার সময় শিক্ষার্থীটি পানির গভীরতা বুঝতে পারেননি। সাথে কোন প্রশিক্ষকও উপস্থিত ছিলেন না। ফলে দ্রুত উদ্ধার করাও সম্ভব হয়নি।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে। একই সঙ্গে পুকুরে সাঁতার শেখার বিষয়ে ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে প্রশাসন।
এদিকে, নিহত শিক্ষার্থীর পরিবারে শোকের মাতম চলছে। সহপাঠী ও স্বজনরা কলেজে এসে কান্নায় ভেঙে পড়েন।