গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা নিয়ে ফুডির সঙ্গে চুক্তিবদ্ধ হলো গ্রামীণফোনের স্কিটো
প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১০:৪২:৩৫
গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম স্কিটো ফুড ডেলিভারি সার্ভিস ফুডির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যার মাধ্যমে গ্রাহকদের জন্য বেশ কিছু বিশেষ সুবিধা এবং আকর্ষণীয় অফার চালু হবে। ফুডির পাঁচ হাজারেরও বেশি রেস্টুরেন্ট পার্টনারের সঙ্গে এই সহযোগিতায় স্কিটো গ্রাহকরা খাবার অর্ডারে সাশ্রয়ী ও সহজ সেবা পাবেন।
রাজধানীর জিপি হাউজে সম্প্রতি স্কিটোর হেড নাফিস আনোয়ার চৌধুরী এবং ফুডির চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আকতার এবং ফুডির সেলস অ্যান্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসের সিনিয়র ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘স্কিটো মানেই ফুডিতে এক্সট্রা খাতির’ ক্যাম্পেইনের আওতায় নতুন ও পুরাতন গ্রাহকরাই উপভোগ করতে পারবেন বিশেষ ছাড় ও ফ্রি ডেলিভারি সুবিধা। নতুন গ্রাহকরা তাদের প্রথম ফুডি অর্ডারে পাবেন ১২০ টাকা ছাড়। পাশাপাশি মাসে ২৪৯ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে বর্তমান গ্রাহকরা পাচ্ছেন মাসে ৫টি ফ্রি ডেলিভারি সুবিধা। এছাড়া নির্দিষ্ট অফারে মাসে তিনবার পর্যন্ত ৬০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
স্কিটো অ্যাপ কিংবা প্রচারমূলক চ্যানেল থেকে এই অফারগুলো দেখতে পারবেন গ্রাহকরা। এরপর ফুডি অ্যাপে স্কিটো নম্বর দিয়ে নিবন্ধন করলেই অফারগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। অর্ডার সময় কার্টে যোগ হওয়া খাবারের তথ্য পেইজে প্রযোজ্য অফার ও প্রোমো কোড স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে, যা কনফার্ম করার পরই ছাড় কার্যকর হবে।
স্কিটোর হেড নাফিস আনোয়ার চৌধুরী বলেন, “স্কিটো ডিজিটাল তরুণদের জন্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা দেওয়ার দিকে সবসময় কাজ করে যাচ্ছে। ফুডির সঙ্গে এই পার্টনারশিপ আমাদের গ্রাহকদের দৈনন্দিন খাবারের অর্ডারকে আরও উপভোগ্য ও সাশ্রয়ী করবে।”
ফুডির চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান বলেন, “স্কিটোর সঙ্গে এই সহযোগিতায় তরুণ গ্রাহকদের জন্য অনন্য সুবিধা দেওয়ার সুযোগ পেয়ে আমরা গর্বিত।”