বিশ্বে প্রথমবারের মতো রোবট ফুটবল ম্যাচে দেখা দিল নিরাপত্তা ত্রুটি। রোবটের ধাক্কায় আহত হয়েছেন দুজন মানব খেলোয়াড়।
প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ২:০৯:৪৩
বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত হিউম্যানয়েড রোবটদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি ফুটবল ম্যাচ। অভিনব এই খেলায় যেমন দেখা গেছে রোবটদের শট, পাস ও প্রতিযোগিতা তেমনি দেখা গেছে রীতিমতো ‘চোট পেয়ে’ স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হচ্ছে রোবট ফুটবলারদের! চীনের বেইজিংয়ে সপ্তাহান্তে আয়োজিত এ ম্যাচে অংশ নেয় চারটি বিশ্ববিদ্যালয়ের রোবট দল। প্রতিটি দলে ছিল তিনজন করে রোবট খেলোয়াড়। আর খেলাটি ছিল পুরোপুরি স্বয়ংক্রিয় কোনো ধরনের মানব হস্তক্ষেপ ছাড়াই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এআই পরিচালিত রোবটরা মাঠে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।
প্রযুক্তির মাঠে রোবটদের খেলা
খেলার সময় বেশ কয়েকটি রোবট নিজেদের ভারসাম্য হারিয়ে পড়ে যায়। যদিও উন্নত ‘ভিশন সেন্সর’ থাকায় অনেকে নিজেই উঠে দাঁড়াতে সক্ষম হয়, তবে দুই রোবট আর উঠতে না পারায় স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। কিছু রোবট কিক করতে গিয়েও সমস্যায় পড়েছে, আবার কারো কারো মাঝে ধাক্কাধাক্কি বা সংঘর্ষের ঘটনাও দেখা গেছে। ইভেন্টটি ছিল চীনে আগামীতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেইমস’-এর একটি প্রাক-প্রদর্শনী। এর আগে দেশটিতে রোবট বক্সিং ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল।
রোবট ফুটবল কীভাবে সম্ভব হলো?
ফুটবল খেলোয়াড় হিসেবে অংশ নেওয়া রোবটগুলো সরবরাহ করেছে ‘বুস্টার রোবোটিকস’। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও চেং হাও জানান এই প্রতিযোগিতাগুলো হিউম্যানয়েড রোবটের জন্য আদর্শ পরীক্ষা ক্ষেত্র, যা তাদের সফটওয়্যার, সেন্সর, ভারসাম্য ও কৃত্রিম সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা উন্নত করতে সহায়ক। প্রতিটি ইউনিভার্সিটির গবেষকরা নিজ নিজ দলের জন্য বিশেষ সফটওয়্যার তৈরি করেছেন, যা রোবটকে বল চিনতে, অবস্থান বুঝতে, স্ট্র্যাটেজি সাজাতে ও পাস-শট দেওয়ার সময় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এমনকি বলের গতি ও দিকও রোবটদের ‘শেখানো’ হয়েছে।
কারা হলো চ্যাম্পিয়ন?
প্রতিযোগিতার শিরোপা জিতেছে সিনহুয়া ইউনিভার্সিটির ‘THU Robotics’ দল। তারা ‘চায়না অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির ‘Mountain C’ দলকে ৫–৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এআই ফুটবলের ভবিষ্যৎ চেং হাও আরও বলেন, “আমরা ভবিষ্যতে এমন রোবট তৈরি করতে চাই, যারা মানুষের সঙ্গে নিরাপদে ফুটবল খেলতে পারবে।” এজন্য রোবটদের সহনশীলতা, ভারসাম্য ও সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা আরও উন্নত করা হচ্ছে। বিশ্বজুড়ে এআই গবেষণায় যুক্ত গুগল ডিপমাইন্ডসহ বড় বড় প্রতিষ্ঠান রোবট ফুটবলকে একটি বাস্তবধর্মী পরীক্ষার ক্ষেত্র হিসেবে দেখছে। ২০২৩ সালেও ছোট আকৃতির রোবট দিয়ে ফুটবল ম্যাচ প্রদর্শন করেছিল গুগল।
সংক্ষিপ্ত পরিসংখ্যান:
আয়োজক: বেইজিং, চীন
প্রযুক্তির নতুন যুগে এবার মাঠও দখল করছে রোবট। এই খেলা নিছকই প্রদর্শনী নয় এটি ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষের সহাবস্থানের এক বাস্তব রূপক। হয়তো একদিন, বিশ্বকাপে হিউম্যান বনাম রোবট ম্যাচও আর কল্পনা থাকবে না!