কথিত সীমাবদ্ধতাকে জয় করে উদ্ভাবনী চিন্তায় এগিয়ে চলেছে রাজশাহীর
প্রকাশিত : ২৪ জুন ২০২৫, ১১:১৯:০৮
রাজশাহীর বাঘা উপজেলার একটি গ্রামে বসবাসকারী ১৬ বছর বয়সী নাইম হোসেন ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি ছিল প্রবল আগ্রহ। পরিবারে নেই প্রযুক্তি শিক্ষার পরিবেশ, নেই সেভাবে ইন্টারনেট সুবিধা তবুও সে নিজেই পুরনো মোবাইল, টেলিভিশন, যন্ত্রাংশ ভেঙে তৈরি করেছে ছোট আকারের রোবট, মিনি ফ্যান, মোশন সেন্সর বাতি, এমনকি একটি স্মার্ট সিকিউরিটি সিস্টেম।
নাইম বলে,
“আমি ইউটিউব আর পুরনো যন্ত্রপাতি খুলে নিজে নিজে শিখেছি। স্কুলের বিজ্ঞান মেলায় আমার বানানো রোবট সবার নজর কাড়ে।”
স্থানীয়দের প্রতিক্রিয়া:
গ্রামের মানুষ শুরুতে অবিশ্বাস করলেও এখন নাইমের সাফল্যে গর্বিত। তার শিক্ষক মঞ্জুরুল ইসলাম বলেন, “নাইম শুধু মেধাবী নয়, খুবই উদ্যমী। সে যদি সঠিক পৃষ্ঠপোষকতা পায়, সামনে অনেক দূর যাবে।”
সরকারি বা বেসরকারি সহায়তার প্রয়োজন:
এমন উদ্ভাবনী প্রতিভা বিকাশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, এনজিও এবং সরকারের পক্ষ থেকে সহায়তা খুবই জরুরি। স্থানীয় প্রশাসনও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
নাইমের মত গ্রামীণ তরুণদের সঠিক সুযোগ ও দিকনির্দেশনা দিলে প্রযুক্তিতে বাংলাদেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে পারে। তার এই সাহসী পদক্ষেপ সমাজে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।