নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকটে জনগণের আস্থা এখন শুধু বিএনপির ওপরই রয়েছে।
প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১২:৩৩:৫৯
বিএনপি ছাড়া নির্ভরযোগ্য বিকল্প নেই: মাহমুদুর রহমান মান্না
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত বিএনপির আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, "টুকটাক সমালোচনা থাকলেও মানুষের কাছে ভোট দেওয়ার মতো বড় নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই। আমি আগামীতে একটি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন দেখতে পাচ্ছি।"মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে এসব মন্তব্য করেন তিনি।
‘বাস্তবতা কঠিন, তবে ঐক্যের সম্ভাবনা আছে’
মাহমুদুর রহমান মান্না বলেন, “আমি বিএনপি করি না, তাই এটা যে খুশিতে বলছি তা নয়। কিন্তু বাস্তবতা বাস্তবতাই। বিএনপি জিতবে এই বাস্তবতা অস্বীকার করা কঠিন। যদি কেউ জাতীয় ঐক্য চান, তবে জামায়াতসহ অন্য বিরোধী দলগুলোকেও যুক্ত করতে হবে। বেড়ার ওপারে থাকা যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা যদি এই পাড়ে আসতে চায়, তখন আমাদের একসঙ্গে হতে হবে।” তিনি আরও বলেন, “আমরা অতীতেও একসঙ্গে আন্দোলন করেছি। গত এক বছরে বিভিন্ন ইস্যুতে একমঞ্চে থেকেছি। আমি বিশ্বাস করি, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে জাতি এখনও এক হতে পারে। পার্থক্য থাকবেই, কিন্তু তা গণতান্ত্রিক উপায়ে সমাধান করতে হবে।”
‘৫ আগস্টের মতো ঐক্য নয়, দরকার দায়িত্বশীল নেতৃত্ব’
সাবেক এই ছাত্রনেতা বলেন, “কেউ যদি ভাবে ৫ আগস্টের মতো চড়াও হয়ে ঐক্য গড়ে তুলবো, সেটা হবে ভুল। গুম, খুন, দখল, গুন্ডামির মতো পন্থা আমরা চাই না। আমাদের উচিত গণতান্ত্রিকভাবে দ্বিমত নিরসন করা, এবং সে ক্ষেত্রে আমি মনে করি আমরা অনেকটাই ঐক্যবদ্ধ।”
‘বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি’
মান্না বিএনপিকে সতর্ক করে বলেন, “বড় আন্দোলন হয়েছে, এখন মানুষ বিএনপির কাছ থেকে আরও বড় কিছু প্রত্যাশা করে। সে প্রত্যাশার উত্তর দিতে হলে নেতৃত্বকে হতে হবে আরও দক্ষ, আরও প্রজ্ঞাসম্পন্ন। বিএনপির উচিত জনগণের কাছে যাওয়া এবং তাদের মনের ভাষা বোঝা।” আলোচনার শেষদিকে তিনি বলেন, “২০২৪ সালকে এত দ্রুত ভুলে গেলে চলবে না। এই আয়োজন যেন আমাদের চেতনার বাতি জ্বালিয়ে রাখে এটাই আমার প্রত্যাশা।” এই বক্তব্যে তিনি বিএনপি ও বৃহত্তর বিরোধী শিবিরকে ভবিষ্যতের জন্য আরও ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক ও দায়িত্বশীল ভূমিকার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।