জাতীয় নির্বাচন ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ইউনূস-রুবিও ফোনালাপ
প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ১১:০৮:০৩
ঢাকা, ৩০ জুন বাংলাদেশে আগামী বছরের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপকালে এ তথ্য জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, ১৫ মিনিটের এই ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। এ সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির বিষয়ে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, "আলোচনাটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসে, যেমন দ্বিপাক্ষিক বাণিজ্য, গণতান্ত্রিক উত্তরণ, রোহিঙ্গা সংকটে সহায়তা ও চলমান সংস্কার প্রক্রিয়া।"
ফোনালাপটি শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়।