নগর ভবনে সমর্থকদের বিক্ষোভ, মেয়রের দায়িত্ব বুঝে না পেলেও সক্রিয় অবস্থানে বিএনপি নেতা
 
                            প্রকাশিত : ১৭ জুন ২০২৫, ৯:২৯:৫২
দুপুর সাড়ে ১২টার দিকে নগর ভবনে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দেন ইশরাক হোসেন। তিনি বলেন, “উপদেষ্টা সজীব ভুঁইয়া তাঁর শপথ ভেঙেছেন এবং তিনি নৈতিকভাবে উপদেষ্টার পদে থাকার অধিকার হারিয়েছেন। আদালতের রায় ও জনগণের প্রতি সম্মান দেখানো একজন রাষ্ট্রীয় কর্মকর্তার ন্যূনতম দায়িত্ব।”
আদালতের রায় ও গেজেট নিয়ে সংঘাত: বিএনপি নেতা ইশরাক জানান, নির্বাচনী ট্রাইব্যুনালের নির্দেশনায় তাঁর মেয়র নির্বাচিত হওয়ার গেজেট নির্বাচন কমিশন প্রকাশ করেছে ২৭ এপ্রিল। এ গেজেট স্থানীয় সরকার বিভাগে প্রেরণও করা হয়েছে। এরপর শপথ অনুষ্ঠানের আয়োজন ছাড়া আর কিছুই করণীয় নয় বলেও দাবি করেন তিনি। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুঁইয়া গতকাল জানান, “গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ গ্রহণ করানো যায়নি।” এ বক্তব্যকে অসত্য দাবি করে ইশরাক বলেন, “এই ব্যাখ্যা সত্য হলে ভবিষ্যতে আর কোনো নির্বাচিত প্রতিনিধি শপথ নিতে পারবে না। এটা দায়িত্ব এড়িয়ে যাওয়ার অজুহাত মাত্র।” উপদেষ্টা সজীবকে উদ্দেশ করে ইশরাক বলেন, “তিনি একজন তরুণ কর্মকর্তা, সামনে অনেক পথ রয়েছে। আশা করি, তিনি জনগণের সঙ্গে সৎ থাকবেন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখাবেন।”
কার্যত দায়িত্ব না পেলেও সচিবদের সঙ্গে বৈঠক করেছেন ইশরাক: যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পাননি, তবুও নগর ভবনের মিলনায়তনে ডিএসসিসির প্রায় ৭০টি ওয়ার্ডের সচিবদের সঙ্গে আজ বেলা ১টার দিকে বৈঠকে বসেন ইশরাক হোসেন। এর আগের দিন পরিচ্ছন্নতা পরিদর্শকদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।
বিক্ষোভ চলছে নগর ভবনের ফটকে তালা দিয়ে: বেলা ১১টা থেকেই নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন ইশরাকের সমর্থক এবং ডিএসসিসির কিছু কর্মচারী। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, তাঁরা বেলা ১টা পর্যন্ত অবস্থান করেন। গত ১৪ মে থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখনো তালা ঝুলছে নগর ভবনের মূল ফটকে। ‘ঢাকাবাসী’র ব্যানারে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক সমর্থকেরা।