 
                            প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৫, ৬:১৭:১০
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার ‘ফোকাস’-এ ক্লাস করাতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন। সম্প্রতি জামায়াত নেতা গোলাম পরওয়ারের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ফোকাস কর্তৃপক্ষ তাকে ক্লাস নিতে নিষেধ করে বলে অভিযোগ মহিউদ্দিনের।
বুধবার এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন এই ঢাবি শিক্ষার্থী। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—মহিউদ্দিনকে ‘ফোকাস’ শিক্ষক প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মহিউদ্দিন লেখেন, ‘আমার পোস্ট মিসকোড করে অনেক মিডিয়া নিউজ করেছে যে, শিক্ষক প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। আমার পোস্টে বলেছি গাজীপুর শাখায় থাকা নিয়মিত ক্লাস অফ করে দিয়েছে। তবে টিচার প্যানেল থেকে আমি স্বেচ্ছায় সরে এসেছি যেহেতু আদর্শিক এলাইনমেন্টের প্রশ্ন আসতেছে। আমার এই ক্ল্যারিফিকেশন পোস্টের উদ্দেশ্য হচ্ছে আমি চাই না আমার পোস্টকে পুঁজি করে, সেটাকে নিউজ করিয়ে অন্যান্য কোচিং ব্যবসা করুক। ধন্যবাদ...’
এর আগে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার বলেছিলেন—‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’। আর এই মন্তব্য-সংবলিত একটি ছবি ফেসবুকে শেয়ার করে মহিউদ্দিন লিখেছিলেন, বুইড়া খাটাশদের দিন শেষ, নতুনদের বাংলাদেশ!! বুইড়া খাটাশদের ভন্ডামি, দ্বিচারিতা দেশের মানুষের কাছে এখন পরিষ্কার। এরা ২০টা আসনও পাবে না এককভাবে। নাহিদ ইসলাম সত্য বলায় তাদের মিথ্যা সাম্রাজ্য চুরমার হয়ে যাওয়ায় মাথা নষ্ট হয়ে গেছে...’
এমন মন্তব্য করাতেই ‘ফোকাস’ কর্তৃপক্ষ তাকে ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে বলেছিল বলে অভিযোগ উঠেছে।
মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) শেখ মুজিবুর রহমান হল থেকে ভিপি পদে লড়েছিলেন।