 
                            প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৫, ৬:১৩:৩২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিএনপি সরকারে এলে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে, যাতে কম সংখ্যক মানুষ অসুস্থ হয় এবং তাদের চিকিৎসা দিতে গিয়ে যেন হাসপাতালকে হিমশিম খেতে না হয়। এটিই হবে বিএনপির উদ্যোগ।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বগুড়ায় আয়োজিত অনুষ্ঠানে ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
এ সময় তারেক রহমান বলেন, ‘সব মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আছে। হাসপাতালে বেড নেই, বাড়ান্দায় শুয়ে চিকিৎসা নেয় মানুষ। এটা করুণ দৃশ্য। আমরা যত হাসপাতাল তৈরি করি না কেন, অর্থনৈতিক ব্যবস্থার ওপর একটা চাপ পড়ে। এই যে মানুষ আসছে, তাদের চিকিৎসা দিতে হয়, ডাক্তার লাগে, নার্স লাগে, বেড লাগে, চিকিৎসা সরঞ্জাম লাগে, ওষুধ লাগে। এখন যুক্তরাজ্যের হাসপাতালের বাড়ান্দায় কেউ শুয়ে না থাকলেও তারাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এখন রাজনৈতিক দল হিসেবে বিএনপি মানুষের জন্য কাজ করতে চায়, যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারে এলে হেলথ কেয়ারের নামে গ্রামে গ্রামে টিম তৈরি করবে, যারা মানুষের কাছে গিয়ে বোঝাবে, কীভাবে চললে মানুষ কম অসুস্থ হবে। মানুষ কম অসুস্থ হলে আশা করতে পারি, হাসপাতালে গেলে আর মাটিতে শুয়ে থাকতে হবে না। অসুস্থ মানুষেরা গেলে সব মানুষকে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’
এর আগে আন্দোলনরত শিক্ষকদের দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত বলে জানান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে তাদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে। কেউ কেউ মনে হয় আরও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথা বলেছেন। এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বেশ কিছু দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবি সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত।’