 
                            প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৫, ১১:১০:১৫
বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে। এজন্য আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা এখন দিল্লিতে, একবছর ধরে ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা চলছে। বিএনপি ক্ষমতায় গেলে সম্পর্কোন্নয়নে পদক্ষেপ নেবে কি না।
জবাবে তারেক রহমান বলেন, তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সুতরাং, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।
জানতে চাওয়া হয়েছিল বিএনপি যদি সরকার গঠন করে, তখন কূটনীতির ক্ষেত্রে মূলনীতি কী হবে?
উত্তরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির মূলনীতি একটাই- সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ।আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুন্ন রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এই স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু।
তারেক রহমানের সঙ্গে বিবিসি বাংলার দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব মঙ্গলবার সকালে প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। এতে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির ভাবনা, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আন্তর্জাতিক নদীর পানির হিস্যা, এক এগারো সরকারসহ সমসাময়িক বিষয়ে তার ভাবনা উঠে এসেছে।
এর আগে গতকাল তার সাক্ষাতকারের প্রথম পর্ব প্রচারিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে জানান। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। আর দল মনোনয়ন দেবে কি না, সেটাও দলের সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত নয়।
নিজের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নে তারেক রহমান বলেন, বিভিন্ন ধরনের শঙ্কার কথা তো অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
নিজেকে কখনো জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মনে করেন না উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তি নয়, এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ। নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, যেসব দলকে আমাদের সঙ্গে রাজপথের আন্দোলনে পেয়েছি, তাদের সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। সবার মতামতকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই।