ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে জামায়াতপন্থি শিক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন ছাত্রদলপন্থি জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতপন্থি শিক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম।
তিনি অভিযোগ করে বলেন, “এসব শিক্ষক শিবির নেতাদের চেয়েও অনেকটা অতিউৎসাহী আচরণ করছেন। অনেক সময় ভোটারদের ব্যালট দিতে বিলম্ব করছেন।” তবে এ বিষয়ে এখনও নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এ অভিযোগ করেন হামিম।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভোট নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে ভোটের পরিবেশ ভালো। আশা করি শিক্ষার্থীরা সঠিক নেতৃত্ব বেছে নেবেন।” এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া চান। উল্লেখ্য, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।
ডাকসু নির্বাচনের তথ্য