গণতান্ত্রিক আন্দোলনে সাড়া দিয়ে বিএনপির দলীয় মনোভাব প্রকাশের অপেক্ষা
প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১১:১৮:৩৮
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ (৬ আগস্ট) সকাল ১১টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এবং বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণের ওপর প্রতিক্রিয়া জানানো হবে।গতকাল (৫ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, ১২ দলীয় জোটে নতুন রাজনৈতিক দল ‘ইউনাইটেড লেবার পার্টি’ (ইউএলপি) যুক্ত হচ্ছে। গত ২১ জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ১২ দলীয় জোট থেকে অব্যাহতি পেয়েছিল। এবার ইউএলপি ১২ দলীয় জোটের অংশ হিসেবে আত্মপ্রকাশ করবে।
গত ২১ জুলাই জাগপাকে জোট থেকে অব্যাহতি দেওয়া হয় কারণ ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করেছিলেন। এরপর লায়ন ফারুক রহমান ও মো. আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম নতুন দল ইউএলপি গঠন করেন। ইউএলপির ভারপ্রাপ্ত মহাসচিব এম কামরুজ্জামান খান।
আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় ১২ দলীয় জোটের প্রধানরা উপস্থিত থেকে ইউএলপির ১২ দলীয় জোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করবেন। ইউএলপির চেয়ারম্যান মুহাম্মাদ আমিনুল ইসলাম জানিয়েছেন, এতে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা উপস্থিত থাকবেন।