ভোটবিহীন শাসনের কঠোর সমালোচনা, নির্বাচন ব্যবস্থা সংস্কারে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপি নেতার
প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ২:২৩:১৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব না থাকা সত্ত্বেও দেশ পরিচালিত হয়েছে। এর ফলে দেশে এক ধরনের স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেবে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ওকিয়া ফেরদৌস নিধির পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি তুরাগের চন্ডালবোক এলাকায় নিহত নিধির বাড়িতে যান।
ড. মঈন খান বলেন, “এই দেশকে সঠিক পথে নিয়ে যাওয়া আমাদের প্রতিজ্ঞা ও লক্ষ্য। ১৮ কোটি মানুষের আশা-ভরসার প্রতীক হিসেবে অন্তর্বর্তী সরকারের উচিত হবে অপ্রয়োজনীয় কর্মকাণ্ডে না জড়িয়ে দেশের কল্যাণে সময় ব্যয় করা এবং জরুরি সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা।” তিনি আরও বলেন, “যখন একটি সরকার জনগণের সত্যিকারের ভোটে নির্বাচিত হয়, তখন তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। বর্তমান বিমান দুর্ঘটনার জন্য আমরা কাউকে সরাসরি দায়ী করতে চাই না। তবে আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে যারা সরকারে আসবেন, তারা দায়িত্বের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবেন।”
এ সময় তিনি মনে করিয়ে দেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি মানেই জনগণের কাছে বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ। একটি নির্বাচনে চিরদিনের জন্য কোনো সরকার আসতে পারে না।” বিমান দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থার দাবি জানিয়ে তিনি বলেন, “এটি সরকারের বর্তমান দায়িত্ব।” এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর এবং এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ।