ডাকসু ভোট: শিক্ষার্থীর চেয়ে বেশি জানে বিদেশে থাকা ইউটিউবাররা?
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২:০৯
ঢাকা য়ুনিভার্সিটির একটা ছেলে বা মেয়ে বয়স ও চিন্তায় ম্যাচিওর্ড। কাকে ভোট দেয়া উচিত - সে এটা আমার চেয়ে ১০০ গুন ভালো জানে এবং মিনিমাম ১০ দিন আগেই ঠিক করে ফেলছে। হয়তো সে নিজেও জানে না যে সাবকনশাসলি সে কারে ভোট দিবে - এইটা অলরেডি ঠিক করে ফেলছে। অথচ বহু য়ুটিউবার ও ফেইসবুকার নসিহা করে যাচ্ছে - কাকে ভোট দেওয়া উচিত হবে। যার বয়স ৫০+ ও যে কোনোদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই এবং থাকে বিদেশে - সে জানে কাকে ভোট দেওয়া উচিত। কিন্তু যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে - সব কিছু দুই চোখে দেখতেছে - সে জানে না - এবং আমার পরামর্শ সামহাও তার দরকার।
এই যে য়ুটিউবার ও ফেসবুকারদের কনফিডেন্স - এই জিনিসটা আমার হেব্বি লাগে।
ফাহাম আব্দুস সালাম এর ফেসবুক প্রোফাইল থেকে নেয়া।