মানবতার পথে আহ্বান: সহিংসতা ও হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০:২৩
স্বয়ং আল্লাহ বলেছেন, কেউ যদি কাউকে হত্যা করে সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। আর যে ব্যক্তি কারও প্রাণ রক্ষা করে, সে যেন সমস্ত মানুষের প্রাণরক্ষা করল (সুরা মাইদা, ৩২)।’
আসলে গোটা পৃথিবীর বিনিময়ে একজন মানুষের জীবন পাওয়া যায় না। এ কারণেই সব ধর্মে মানুষ হত্যা নিষিদ্ধ। বাংলাদেশের সংবিধানে বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার হিসেবে সংরক্ষিত। তাই রাষ্ট্র ও সরকারের প্রধান কাজ মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া। অথচ সরকার মানুষের জীবন রক্ষা করতে পারছে না। বরং সরকারের উৎসাহ কিংবা নির্লিপ্ততায় এইসব হত্যা হামলা সহিংসতার
ঘটনা ঘটছে। আচ্ছা গত এক বছরে কতো মানুষ মরেছে সেই বোধ কী আছে? এই পরিবারগুলোর আহাজারি দেখেছেন কেউ? গত ৫৪ বছর ধরে এই দেশে এমন আহাজারি চলছে। আচ্ছা আর কতো মানুষ মরলে আমাদের হুশ হবে? অন্তবর্তীকালীন সরকার তো নিন্দা জানানো ছাড়া আর তো কিছু পারে না। দেশের প্রত্যেকটা মানুষের কাছে করজোড়ে তাই আহ্বান চলুন সব ধরনের মানুষ হত্যা ও সহিংসতার বিরুদ্ধে আমরা সরব হই! দেশ ও দেশের মানুষকে বাঁচাই।
মনে রাখতে হবে ঘৃণা বিদ্বেষ দিয়ে কোন কিছু গড়া যায় না, গড়তে হয় মানবতা দিয়ে ভালোবাসা দিয়ে আইনের শাসন দিয়ে। আল্লাহ আমাদের বিবেকবোধ দিন! এই দেশটাকে রক্ষা করুন!
শরিফুল হাসানের ফেসবুক প্রোফাইল থেকে নেয়া।