সোহাগ হত্যা প্রসঙ্গে ফেসবুক লাইভে প্রতিক্রিয়া দিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
প্রকাশিত : ১২ জুলাই ২০২৫, ১১:৩৫:৩৫
ঢাকা, ১৩ জুলাই
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
ড. আসিফ নজরুল লেখেন,
রাজধানীর মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।
তিনি আরও বলেন, ‘পাশবিক এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন-২০০২ এর ধারা ১০ এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।’
দ্রুত বিচার ও সরকারের সংকল্প
ঘটনার শুরু থেকেই দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ, ছাত্রসংগঠনের মিছিল ও সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়ের প্রেক্ষাপটে সরকার দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আইন উপদেষ্টার বক্তব্যে সরকার যে এই বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে, সেটি স্পষ্ট। তাঁর ভাষায়, ‘এই ঘটনার বিচার হবে উদাহরণস্বরূপ যাতে ভবিষ্যতে কেউ আর এমন বর্বরতার সাহস না পায়।’