আন্তর্জাতিক আদালতে শুনানির দ্বিতীয় দিনে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রক্রিয়ায় নতুন অগ্রগতি দেখা গেছে, পর্যবেক্ষক মহলে বাড়ছে কৌতূহল।
প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১১:৫৩:১৯
মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিন আজ
আসামিপক্ষের বক্তব্য উপস্থাপন হবে ট্রাইব্যুনালে
আজ রোববার (৭ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিন।
এই মামলায় আরও দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনজনের মধ্যে প্রথম দুইজন পলাতক থাকায়, কেবল মামুনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
গত ১ জুলাই মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয় এবং তা সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রথম দিনে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য পেশ করলেও, আসামিপক্ষের শুনানি হয়নি। আজ তাদের পক্ষে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, ফরমাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশনায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের হাজিরা চাওয়া হয়। তারা অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেয়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, অভিযোগ গঠন সম্পন্ন হলে আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে।
এই মামলাটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট আইন বিশ্লেষকরা।