এনসিপি আহ্বায়ক নাহিদের ঘোষণা, নতুন রাজনীতির পথেই জনগণের সমর্থন নিশ্চিত
প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১০:০৪:০৩
"গণভবন জয় করেছি, এবার সংসদ জয় করব ইনশাআল্লাহ" এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় পদযাত্রা, সমাবেশ ও ক্রমবর্ধমান জনসমর্থনের পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।
রবিবার রাজধানীর একটি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন,
মানুষ পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের পথে এনসিপি আজ দেশের প্রতিটি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। আমরা গণভবনের দেয়ালে মানুষের ধ্বনি পৌঁছে দিয়েছি। এবার লক্ষ্য সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে জয় নিশ্চিত করা।
তিনি আরও বলেন,
“দেশজুড়ে আমাদের পদযাত্রা, সমাবেশে মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ প্রমাণ করেছে, এনসিপি কোনো ষড়যন্ত্রের ফসল নয়, এটি জনগণের চেতনার নাম।”
নাহিদ তার বক্তব্যে বর্তমান সরকারের বিরুদ্ধে ‘জনগণের অধিকার হরণ, গুম-খুন ও দুর্নীতির’ অভিযোগও পুনর্ব্যক্ত করেন এবং বলেন,
“যারা গণতন্ত্রকে পায়ের নিচে রেখেছে, তাদের বিরুদ্ধে জনতার রায় হবে নির্ভুল। মানুষ আমাদের পাশে আছে। ইনশাআল্লাহ, এই বার্তাই আমরা ব্যালটের মাধ্যমে পৌঁছে দেব।”
নতুন ভোটার, নতুন রাজনীতি
নাহিদ ইসলাম বলেন, দেশের ভোটারের এক বিশাল অংশ গত কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেনি। তাদের আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং ভবিষ্যতের ভাবনাকে গুরুত্ব দিয়ে এনসিপি রাজনীতির নতুন পথ নির্মাণ করছে।
“বাংলাদেশের তরুণরা আর পুরনো ফর্মুলায় বিশ্বাস করে না। তারা স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও কাজ দেখতে চায়। এনসিপি সেই রাজনীতির বাহক হতে চায়।”
পদযাত্রা ও রাজনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতায় এনসিপি দেশের রাজনীতিতে এক ‘ভিন্ন মাত্রা’ এনেছে বলে মত বিশ্লেষকদের।
সদ্য অনুষ্ঠিত বিভিন্ন সমাবেশ ও বিক্ষোভে তরুণদের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।