দল পুনর্গঠনে বিএনপি আন্তরিক, রাজনৈতিক প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ মহাসচিবের
প্রকাশিত : ০৬ জুলাই ২০২৫, ৬:০১:৪৭
বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ দল হিসেবে উপস্থাপন করা একটি পরিকল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বিএনপি পরিবর্তনের কথা বলে, পরিবর্তনের পথে হাঁটছে কিন্তু কিছু মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংস্কারের উদ্যোগকে বিকৃতভাবে উপস্থাপন করছে।”
মির্জা ফখরুল বলেন, “যারা আমাদের সংস্কারবিরোধী বলে প্রচার করছে, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের শত্রু। তাদের উদ্দেশ্য বিএনপিকে জনবিচ্ছিন্ন করা এবং রাজনৈতিকভাবে দুর্বল করে তোলা।”
দল পুনর্গঠনের আহ্বান ও পদক্ষেপ
মহাসচিব দাবি করেন, বিএনপি শুরু থেকেই দলীয় কাঠামোতে সংস্কার, জবাবদিহিতা ও কর্মীভিত্তিক নেতৃত্বের পক্ষে কাজ করছে। সম্প্রতি বিভিন্ন পর্যায়ে নতুন নেতৃত্ব আনা, মতবিনিময় সভা ও তৃণমূলের অংশগ্রহণ বাড়ানোর পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন
তিনি অভিযোগ করেন, “সরকারি মদদে গুজব ও বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। আমাদের অভ্যন্তরীণ আলোচনার বিষয়গুলোকে উদ্দেশ্যমূলকভাবে গণমাধ্যমে ফাঁস করে বিকৃত করা হচ্ছে।”
সুশাসনের অভাবেই সংস্কারের প্রয়োজন
ফখরুল বলেন, “বাংলাদেশে আজ প্রকৃত সংস্কার প্রয়োজন রাষ্ট্রব্যবস্থায়, বিচার বিভাগে, প্রশাসনে কারণ এই সবখানে দলীয়করণ চরম পর্যায়ে পৌঁছেছে। বিএনপি এই সংস্কারের পক্ষে বলেই প্রতিপক্ষরা আতঙ্কিত।”
তরুণদের আহ্বান
তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই আমরা নতুন বিএনপি গড়তে চাই। তারা হবে দায়িত্বশীল, সচেতন এবং গণতন্ত্রে বিশ্বাসী নেতৃত্ব।”