রাজস্ব প্রশাসনে আধুনিকায়ন, অটোমেশন ও সমন্বয় জোরদারের ওপর জোর
প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ৪:৫১:০২
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবু হেনা মোস্তফা কামাল আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে গতবারের তুলনায় রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং লক্ষ্যমাত্রা পূরণে এনবিআর সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতি গ্রহণ করেছে।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এনবিআরের প্রধান কার্যালয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সব কর, শুল্ক ও ভ্যাট কমিশনারেটের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অটোমেশনের গুরুত্ব
চেয়ারম্যান বলেন,
আমরা রাজস্ব ব্যবস্থাপনাকে আধুনিক ও ডিজিটাল করার ওপর জোর দিচ্ছি। অনলাইন রিটার্ন জমা, ই-ফাইলিং, ই-পেমেন্ট সিস্টেম চালু করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো হয়েছে।
তিনি জানান, গত অর্থবছরে রাজস্ব আদায়ে যে ঘাটতি ছিল, তা পুষিয়ে নিতে এবার উন্নয়নশীল খাত ও নতুন করদাতা অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হবে।
বৈঠকে আলোচনার বিষয়
সভায় কর ফাঁকি রোধ, ভ্যাট সংগ্রহ জোরদার, আমদানি পর্যায়ে শুল্ক আদায় ও নন-ফাইলারদের কর জালের আওতায় আনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন,
আমাদের লক্ষ্য শুধু রাজস্ব আদায় নয়, করদাতাদের সন্তুষ্টিও নিশ্চিত করা। করবান্ধব পরিবেশ তৈরিতে আমরা বদ্ধপরিকর।
রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা
২০২৪-২৫ অর্থবছরের জন্য সরকার প্রায় ৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এনবিআরের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে প্রায় ৪ লাখ ২০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির ধারা ইতিবাচক বলে জানান এনবিআর কর্মকর্তারা।